অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, তা গড়তে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা জানিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছেন, বাবার মতো রক্ত দিতে হলেও পিছপা হবেন না তিনি।

শনিবার (১১ নভেম্বর) বিকেল মাতারবাড়ীতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী। এর আগে ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ ১৪টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন এবং চারটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রীও জনসভা মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাবা-মাসহ সব হারিয়েছি। হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। একটাই কাজ—বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, উন্নত থাকে। যেভাবে আমার বাবা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ আমি গড়তে চাই। বাবার স্বপ্ন পূরণ করতে চাই।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর