ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক যুদ্ধে এত শিশুর মৃত্যু কখনো দেখেনি বিশ্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ৮৩ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলায় বেড়েই চলছে বেসামরিকদের মৃত্যু। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আধুনিক সময়ের কোনো যুদ্ধে এত অল্প সময়ে এত শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

এখন পর্যন্ত গাজায় ৪ হাজার ১০৪ জন শিশু নিহতের খবর মিলেছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত তিন বছরে বিশ্বজুড়ে চলা সংঘাতে যত শিশুর মৃত্যু হয়েছে, গাজায় এক মাসের সংঘাতে শিশুর মৃত্যু সংখ্যা তার চেয়েও বেশি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক সংস্থা জানিয়েছে গাজায় ৪ হাজার ১০৪ জন শিশু নিহত হয়েছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অন্তত ১০০ শিশু।

ইউক্রেন

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির আগে বিশ্বজুড়ে আলোচনায় ছিল এই যুদ্ধ। ২০ মাসের এই যুদ্ধে এখন পর্যন্ত প্রচুর বেসামরিক মারা গেছেন। শিশুর মৃত্যুর সংখ্যা ৫১০ জন শিশু।

ইরাক

২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০৮ সাল থেকে সেখানে শিশুদের ওপর হামলা চালানো হয় অভিযোগ তুলে পর্যবেক্ষণ শুরু করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ১৪ বছরের এই যুদ্ধ শেষ হয় ২০২২ সালে। এই সময়ে ৩ হাজার ১১৯ জন শিশুর মৃত্যু হয়।

সিরিয়া

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে সিরিয়ায় সংঘাত শুরু হয়। এখন পর্যন্ত ১২ বছরের যুদ্ধে দেশটিতে ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে।

ইয়েমেন

মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন ২০১৫ সালে থেকে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সাড়ে সাত বছরের এই যুদ্ধে ৩ হাজার ৭৭৪ জন শিশু মারা গেছে।

আফগানিস্তান

২০০১ সালে আফগানিস্তান সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ১১ বছরের যুদ্ধে সেখানে প্রাণ হারায় ৮ হাজার ৯৯ জন শিশু। গড়ে প্রতিদিন দুইজন শিশুর মৃত্যু হয়েছে সেখানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক যুদ্ধে এত শিশুর মৃত্যু কখনো দেখেনি বিশ্ব

আপডেট টাইম : ০৬:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলায় বেড়েই চলছে বেসামরিকদের মৃত্যু। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আধুনিক সময়ের কোনো যুদ্ধে এত অল্প সময়ে এত শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

এখন পর্যন্ত গাজায় ৪ হাজার ১০৪ জন শিশু নিহতের খবর মিলেছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত তিন বছরে বিশ্বজুড়ে চলা সংঘাতে যত শিশুর মৃত্যু হয়েছে, গাজায় এক মাসের সংঘাতে শিশুর মৃত্যু সংখ্যা তার চেয়েও বেশি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক সংস্থা জানিয়েছে গাজায় ৪ হাজার ১০৪ জন শিশু নিহত হয়েছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অন্তত ১০০ শিশু।

ইউক্রেন

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির আগে বিশ্বজুড়ে আলোচনায় ছিল এই যুদ্ধ। ২০ মাসের এই যুদ্ধে এখন পর্যন্ত প্রচুর বেসামরিক মারা গেছেন। শিশুর মৃত্যুর সংখ্যা ৫১০ জন শিশু।

ইরাক

২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ২০০৮ সাল থেকে সেখানে শিশুদের ওপর হামলা চালানো হয় অভিযোগ তুলে পর্যবেক্ষণ শুরু করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ১৪ বছরের এই যুদ্ধ শেষ হয় ২০২২ সালে। এই সময়ে ৩ হাজার ১১৯ জন শিশুর মৃত্যু হয়।

সিরিয়া

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে সিরিয়ায় সংঘাত শুরু হয়। এখন পর্যন্ত ১২ বছরের যুদ্ধে দেশটিতে ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে।

ইয়েমেন

মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন ২০১৫ সালে থেকে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সাড়ে সাত বছরের এই যুদ্ধে ৩ হাজার ৭৭৪ জন শিশু মারা গেছে।

আফগানিস্তান

২০০১ সালে আফগানিস্তান সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ১১ বছরের যুদ্ধে সেখানে প্রাণ হারায় ৮ হাজার ৯৯ জন শিশু। গড়ে প্রতিদিন দুইজন শিশুর মৃত্যু হয়েছে সেখানে।