হাওর বার্তা ডেস্কঃ ভারতে কর্নাটকের এক নারী সরকারি কর্মকর্তাকে বাসায় ঢুকে হত্যা করা হয়েছে। সেসময় তার স্বামী ও সন্তান কেউ বাসায় ছিলেন না। গতকাল শনিবার রাতে বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকতার নাম প্রতিমা। তিনি কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব বিভাগের উপপরিচালক ছিলেন। বেঙ্গলারুর সুব্রামানিয়াপোরায় থাকতেন তিনি। অফিসের পর তাকে বাড়িতে নামিয়ে দেয় তার ব্যক্তিগত গাড়িচালক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে খুন হন তিনি। আজ রবিবার সকালে তার বাসায় গিয়ে মরদেহ দেখতে পান প্রতিমার ভাই।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। বেঙ্গালুরু পুলিশের উপকমিশনার রাহুল কুমার বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে বাড়ি ফিরেছিলেন। রাতে কারও ফোন ধরেননি। সকালে তার ভাই গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।’
তিনি বলেন, ফরেনসিক ও টেকনিকাল টিম ঘটনাস্থলে কাজ করছেন। আমরা এখনো সঠিক জানি না কি হয়েছিল।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াহ বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং হত্যাকারীকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।