প্রধান বিচারপতির সঙ্গে বুধবার সাক্ষাৎ করবেন ইসি

হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে আগামীকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন (ইসি)।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান আজ মঙ্গলবার এ তথ্য জানান।

আপিল বিভাগের রেজিস্ট্রার বলেন, প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা আগামীকাল ১ নভেম্বর সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।

প্রধান বিচারপতি শপথ নেয়ার পর তার সঙ্গে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও এমন সাক্ষাতের সময়সূচি রয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর