ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তিন সপ্তাহে গাজায় নিহত ৩৩২৪ শিশু, ধ্বংসস্তুপের নিচে চাপা আরো ১০০০জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ হামাসের সঙ্গে এবারের সংঘাতে ইসরায়েলি হামলায় তিন সপ্তাহে তিন হাজারের বেশি শিশু নিহত হয়েছে। গত চার বছরে সংঘাতপ্রবণ অঞ্চলের বার্ষিক হিসাবে এত মৃত্যু দেখেনি বিশ্ব।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় তিন সপ্তাহে অন্তত তিন হাজার ৩২৪ শিশু প্রাণ হারিয়েছে, যা মোট প্রাণহানির ৪০ শতাংশ। এছাড়া পশ্চিম তীরে নিহত হয়েছে আরো ৩৬ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২২ সালে সংঘাতে বিশ্বের ২৪টি দেশে অন্তত ২৯৮৫ শিশু নিহত হয়েছে ও ২০২১ সালে ২২টি দেশে প্রাণ হারিয়েছে ২৫১৫ জন। এর আগের বছরও নিহতের সংখ্যা কম নয়। সংস্থাটির তথ্যমতে, ২০২০ সালে ২৬৭৪ শিশু নিহত হয়।

‘একটি শিশুর মৃত্যুই অনেক বেশি কিন্তু এখন শিশু হত্যার মহাকাব্য লেখা হচ্ছে’- এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের পরিচালক জেসন লি। তিনি মনে করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ বিরতিই একমাত্র পথ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে লি বলেন, জনগণকে অবশ্যই রাজনীতির ওপর স্থান দিতে হবে। রাজনৈতিক সংঘাতে প্রতিনিয়ত নিরাপরাধ শিশু নিহত হচ্ছে। শিশুদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে।

গাজায় এপর্যন্ত এক হাজার শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে তারা।

গাজায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে, যার ৪০ শতাংশই শিশু। হামাস-ইসরায়েল এবারের সংঘাতে ছয় হাজার বেশি শিশু আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন সপ্তাহে গাজায় নিহত ৩৩২৪ শিশু, ধ্বংসস্তুপের নিচে চাপা আরো ১০০০জন

আপডেট টাইম : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

হাওর বার্তা ডেস্কঃ হামাসের সঙ্গে এবারের সংঘাতে ইসরায়েলি হামলায় তিন সপ্তাহে তিন হাজারের বেশি শিশু নিহত হয়েছে। গত চার বছরে সংঘাতপ্রবণ অঞ্চলের বার্ষিক হিসাবে এত মৃত্যু দেখেনি বিশ্ব।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় তিন সপ্তাহে অন্তত তিন হাজার ৩২৪ শিশু প্রাণ হারিয়েছে, যা মোট প্রাণহানির ৪০ শতাংশ। এছাড়া পশ্চিম তীরে নিহত হয়েছে আরো ৩৬ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২২ সালে সংঘাতে বিশ্বের ২৪টি দেশে অন্তত ২৯৮৫ শিশু নিহত হয়েছে ও ২০২১ সালে ২২টি দেশে প্রাণ হারিয়েছে ২৫১৫ জন। এর আগের বছরও নিহতের সংখ্যা কম নয়। সংস্থাটির তথ্যমতে, ২০২০ সালে ২৬৭৪ শিশু নিহত হয়।

‘একটি শিশুর মৃত্যুই অনেক বেশি কিন্তু এখন শিশু হত্যার মহাকাব্য লেখা হচ্ছে’- এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনে নিযুক্ত সেভ দ্য চিলড্রেনের পরিচালক জেসন লি। তিনি মনে করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ বিরতিই একমাত্র পথ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে লি বলেন, জনগণকে অবশ্যই রাজনীতির ওপর স্থান দিতে হবে। রাজনৈতিক সংঘাতে প্রতিনিয়ত নিরাপরাধ শিশু নিহত হচ্ছে। শিশুদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে।

গাজায় এপর্যন্ত এক হাজার শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে তারা।

গাজায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে, যার ৪০ শতাংশই শিশু। হামাস-ইসরায়েল এবারের সংঘাতে ছয় হাজার বেশি শিশু আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা