সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মস্কো ইউক্রেনের আরও অঞ্চল সংযুক্ত করতে পারে। ইউক্রেনের চারটি অঞ্চলকে ক্রেমলিন নিজের বলে দাবির বর্ষপূর্তির সফলতায় তিনি এ মন্তব্য করেন।
গত বছর দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত ঘোষণা করে মস্কো। চলতি মাসে এই অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছে বলে দাবি মস্কোর।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ শনিবার (৩০ সেপ্টেম্বর) আরো বলেন, ‘কিয়েভের নাৎসি শাসনের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘বিজয় আমাদেরই হবে এবং রাশিয়ার মধ্যে আরও নতুন অঞ্চল সংযুক্ত হবে।’
রাশিয়া ‘নতুন অঞ্চল’ শব্দটি ইউক্রেনীয় চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনকে বুঝাতে ব্যবহার করে, যেগুলো মস্কো গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত করার দাবি করেছিল।
এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্তির বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।’
দিমিত্রি মেদভেদেভ, এক সময় উদারপন্থী অবস্থানের জন্য বিশ্বে পরিচিত ছিলেন। কিন্তু রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে তিনি এ যুদ্ধের সমর্থনে মস্কোর অন্যতম শক্তিশালী কন্ঠে পরিণত হয়েছেন এবং প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পশ্চিমাদের কঠোর সমালোচনা করে থাকেন।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় মস্কো। তবে অঞ্চলগুলোর কোনোটিই এখন রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে নেই। গত জুন থেকে এসব এলাকার দখল নিতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন।