ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায়, পপির আয়োজন ও পিকেএসএফ ইইউর অর্থায়ন ও সহযোগীতায় সরকারি বিদ্যমান সেবা নিশ্চিত করণ বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাভেদ পাঠান, সমাজ সেবা কার্যালয়ের সহকারী সজিব মিয়া,সাংবাদিক আজাদ হোসেন বাহাদুল, পপির এটিও নিউট্রিশন রোজিনা আক্তার, এটিও লাইভলীহুড আবুল কালাম, আহসান হাবীব প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পপির কমিউনিটি মবিলাইজেশন টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান।