হাওর বার্তা ডেস্কঃ লিবিয়ার বন্যা দুর্গত মানুষের জন্য ওষুধ, শুকনা খাবারসহ ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এসব ত্রাণসামগ্রী আজ (১৪ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ১৩০ জে পরিবহন বিমান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও ঔষধসহ আজ রাত ৮টায় লিবিয়া উদ্দেশে যাত্রা করবে।
উক্ত পরিবহন বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী হিসেবে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ঔষধ পাঠানো হচ্ছে।
এছাড়া সেনাবাহিনী হতে প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী উল্লিখিত বিমানযোগে লিবিয়াতে পাঠানো হচ্ছে।
বিমানটি আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রাণ নিয়ে লিবিয়ায় পৌঁছাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।