স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ছাত্রলীগের সভাপতি-সা. সম্পাদক

হাওর বার্তা ডেস্কঃ কেন্দ্রীয় দুই নেতার নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান। রোববার (১১  সেপ্টেম্বর) তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে এডিসি হারুণকে প্রত্যাহার করে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করেন।

এ সময় বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হলে হারুনের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে এডিসি হারুনকে রমনা থেকে প্রত্যাহার করে এবিপিএনে নিযুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর