ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোর সমালোচনায় আফ্রিদি

পাকিস্তানের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের বিখ্যাত সব ক্রিকেটার, ক্রিকেটের উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৪ আগস্টে পিসিবির এক্স অ্যাকাউন্টে আপলোড দেওয়া সেই ভিডিওতে রাখা হয়নি ১৯৯২ সালে পাকিস্তানের প্রথম ও একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

এরপরই চারদিকে শুরু হয় সমালোচনা। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট সাংবাদিক কিংবা সাবেক ক্রিকেটার; পিসিবিকে সমালোচনার তিরে বিদ্ধ করেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হ্যাশট্যাটগ শেইম অন পিসিবি ট্রেন্ডিং শুরু হয়। পরে একটি নতুন ভিডিও আপলোড করা হয় এবং ইমরান খানকে রাখা হয় সেখানে।

ভক্ত-সমর্থকরা পিসিবির নতুন সেই ভিডিওকে স্বাগত জানান। তবে ভিডিওটি রিটুইট করে ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানোর সমালোচনা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের জন্য এটি দুর্দান্ত একটি প্রচারণা। তবে ক্রিকেটের জন্য আমাদের কিংবদন্তিদের অবদান কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে মাপা উচিত নয়।’

১৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন আপলোড করা সেই ভিডিওতে ইমরানকে রাখা হলেও ক্যাপশন ছিল বেশ উদ্ভট। সেখানে লেখ ক্যাপশনে জানানো হয়, ‘দৈর্ঘ্যের কারণে আগের ভিডিওটি সংক্ষিপ্ত করা হয়েছিল। সেই কাজ করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। সেগুলি সংশোধন করে নতুন ভিডিও আপলোড করা হয়েছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর