মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ০৪ শিক্ষার্থীর খাতায় একাধিক হাতের লিখা পাওয়ায় উক্ত বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ ঐ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন।
এছাড়াও কেন্দ্রের এহেন অনিয়ম ও দূর্নীতির কারণে, আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কেনো কেন্দ্র বাতিল হবে না, তার জবাব চেয়ে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ্।
রবিবার সকালে কেন্দ্র সচিবের সাথে কথা বলে জানা যায়, জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের বাংলা-২ ও আত্মকর্মসংস্থান বিষয়ে ১ জন, ধুবাওয়ালা কারিগরি স্কুলের বাংলা-২ বিষয়ে ১ জন, আর্দশ কারিগরি ও বাণিজ্য কলেজের বাংলা-২ বিষয়ে ২ জনসহ মোট ০৪ এসএসসি (ভোকেশনাল) শিক্ষার্থীর ফলাফল পত্রে বহিস্কার লিখা আসে। ০৪ জনের মধ্যে একজন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে কর্মরত পিয়ন এবং জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের বহিস্কৃত পরীক্ষার্থী মো. রবিউল ইসলাম জানান, কবে রেজাল্ট হইছে জানি না। আমি তো ৫ বছর ধরেই পরীক্ষা দিচ্ছি। আমি বহিষ্কার হইছি আপনার কি হইছে?
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, বহিষ্কার আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীরা মামলা করবে।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি এম এ ওয়াহেদ জানান, আমার শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রে অনিয়মের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে, কেন্দ্র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌলী মাহবুবুর রহমান সুমনকে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ নূর রহমানের সাথে এ বিষয়ে কথা বলতে তাঁর কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও একাধিকবার কল দিয়ে তাঁকে না পাওয়া, তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।