পূর্বনির্ধারিত অনুযায়ী ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হবে ২০ দলের অংশগ্রহণে।
২০২৪ সালের কবে শুরু হবে এবারের আসর তা জানিয়ে দিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। ২৮ জুলাই জনপ্রিয় এই সাইটের এক খবরে টি-টুয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা সম্পর্কে জানা যায়। খবরে বলা হয়েছে- ২০২৪ সালের আসরটি শুরু হবে জুন। আর ৩০ জুন টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে আসরটির পর্দা নামবে। ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে বিশ্বকাপটি।
বৈশ্বিক এই আসরের জন্য এই মুহুর্তে ভেন্যু নির্ধারণের জন্য আইসিসির একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। ফ্লোরিডার লডারহিলের পাশাপাশি নিউইয়র্ক, ডালাস ও মরিসভিলে অনুষ্ঠিত হতে পারে ম্যাচগুলো। তবে এখন পর্যন্ত কয়েকটি স্টেডিয়াম আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি না পাওয়ায় চলছে আলোচনা। তবে আইসিসি কর্তৃপক্ষ আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করবে বলে জানা গেছে।
এদিকে আঞ্চলিক বাছাইপর্ব খেলে এরই মধ্যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি নতুন করে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। এরআগে ১২টি দল ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। আর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।