মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ সুইডেনে রাস্ট্রীয় সহযোগিতায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে, নেত্রকোণা মদন পৌর শহরে সম্মিলিত উলামা পরিষদ বেনারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার (০৭ জুলাই) জুমা নামাজের পর জাহাঙ্গীরপুর শাহী জামে মসজিদের খতিব উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইনের নেতৃত্বে সর্বস্তরের মুসল্লীদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় “নারায়ে তাকবীর আল্লাহু আকবার” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পৌর শহর।
সমাবেশে বক্তারা পবিত্র কোরআন অবমাননাকারীদের শাস্তি দাবি করেন। তাঁরা বলেন, সকল ধর্মের মানুষের স্বাধীন ভাবে তাদের নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালনের অধিকার রাখে। তাঁরা আরো বলেন, পবিত্র গ্রন্ত আল-কোরআনের অবমাননা কোনো মুসলমান মেনে নেবে না, মেনে নিতে পারে না।