মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ ”রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা-২০২৩ এ চ্যাম্পিয়ন জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়।
শনিবার (২৪ জুন) বিকালে উপজেলা পাবলিক হল মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী এক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন নেত্রকোণা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ আনিসুর রহমান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।
বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমি সুপারভাইজার জোসনা বেগম, নয়াগাঁও আফতাব হোসেন একাডেমি প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, ফয়েজ আহমদ হৃদয়, নিজাম তালুকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
বির্তক প্রতিযোগিতায় রানার্স আপ হয় মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।