অবশেষে গুঞ্জনই সত্যি হলো। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেনজেমা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা খেলোয়াড় হিসেবে ক্লাবে তার দুর্দান্ত এবং অসাধারণ যাত্রার সমাপ্তি টানতে সম্মত হয়েছে। তার প্রতি রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ তিনি ক্লাবের অন্যতম সেরা কিংবদন্তি।
রিয়াল আরও বলেছে, আচরণ এবং পেশাদারিত্বের বিবেচনায় রিয়াল মাদ্রিদে করিম বেনজেমা উদাহরণ হয়ে থাকবেন। তিনি আমাদের ক্লাবের মূল্যবোধকে সম্মান করেছেন। করিম বেনজেমার তার নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
চলতি জুনে রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। রিয়ালে আরও এক মৌসুম খেলার জোরালো সম্ভাবনা থাকলেও চুক্তি নবায়ন করছেন না তিনি। ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ছেন বেনজেমা।
আজ (৪ জুন) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই রিয়ালের জার্সিতে বেনজেমার শেষ ম্যাচ হতে যাচ্ছে।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ৪০০ মিলিয়ন ইউরো বেতনে ২ মৌসুমের জন্য বেনজেমাকে প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে রিয়ালে যোগ দেন বেনজেমা। ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ১৪ বছরে ক্লাবটির হয়ে ২৫টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৫টি ইউরোপিয়ান কাপ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৪টি লা লিগার শিরোপা, ৩টি কোপা দেল রে এবং ৪টি স্প্যানিশ সুপার কাপ।