জ্ঞান-বিজ্ঞান চর্চায় না আগানোর কারণে মুসলিমরা পিছিয়ে পড়েছে: প্রধানমন্ত্রী

নিজেদের মধ্যে কলহ, একে অপরের প্রতি সৌহার্দ্য এবং শ্রদ্ধাবোধের অভাব ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় না আগানোর কারণে মুসলিমরা আজ পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, মুসলিমদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে আবারও শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ করতে হবে।

সরকার প্রধান আরও বলেন, জনগণকে ডিজিটাল ডিভাইস ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন। যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখতে পারে। শিক্ষা-গবেষণা ছাড়া কোনো জাতি আগাতে পারে না। তাই ন্যানো টেকনোলজি নীতিমালা চলতি সংসদেই পাশ করা হবে বলে জানান তিনি৷

বাজেট ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতার কারণে এবার ৭ লাখ কোটি টাকার বাজেট দেয়া সম্ভব হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর