মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আলোকে নেত্রকোণা মদন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। শ্রেষ্ঠ মাদ্রাসা জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান মোঃ মন্জুরুল হক খান নির্বাচিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মদন উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সার্বিক দিক বিবেচনা করে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়’কে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচন করেন উপজেলা প্রশাসন।
এছাড়াও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আবুবকর মোঃ জাকারিয়া আল-রাজি, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক মরিম আক্তার, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোঃ নূরুল ইসলাম, শ্রেষ্ঠ গার্ল গাইড মাইশা আক্তার, শ্রেষ্ঠ স্কাউট মোঃ ইমন শাহরিয়ার, শ্রেষ্ঠ শিক্ষার্থী মোঃ আল মাজিদ আলম পরম। তারা প্রত্যেকেই জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রথমবারের মতো আমার বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে এবং আমি পরপর দু’বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হই। আমাদের এই কৃতিত্বের পেছনে আমার প্রতিষ্ঠানের শিক্ষক-শিকার্থীর ও কমিটির অনেক অবদান রয়েছে। আমার প্রতিষ্ঠান ও আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।
অন্যদিকে ৮টি মাদ্রাসা’র মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে নির্বাচিত হয়, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান মোঃ মন্জুরুল হক খান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ শিক্ষার্থী মারুফা আক্তার। তারা প্রত্যেকই উক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী।
প্রিন্সিপাল মন্জুরুল হক খান বলেন, ২০১৭ সাল হতে একাধারে আমাকে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসেবে নির্বাচিত করছেন। আমার প্রতিষ্ঠানও একাধিকবার শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে। উপজেলা প্রশানকে আমার মাদ্রাসা পক্ষ থেকে ধন্যবাদ।
জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, আমি মনে করি শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমার প্রতিষ্ঠান সম্পর্কে সাবেক ইউএনও মহোদয়ের নিকট ভুল তথ্য উপস্থান করা হয়েছে। বিষয়টি বর্তমান ইউএনও মহোদয়কে অবগত করা হয়েছে। সমাধান না হলে, জেলা প্রশাসক মহোদয়ের শরণাপন্ন হব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী জানান, শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে গত ১৪ মে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।