বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে জন্ম নেয়া বগুড়া কারিগরী কলেজ পড়ুয়া মনিরা নামে এক যুবতী (২১) স্বপ্নে দেখার পরই প্রাকৃতিক ভাবে যুবকে পরিনত হয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়ন সদরের সাহানাপাড়ার আঙ্গুর হোসেনের মেয়ে সিরাতুন মনিরা হাফজা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পাস করার পর বগুড়া সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হয়। সে জেলা সদরের কামারগাড়ী এলাকার একটি ছাত্রী নিবাসে থেকে পঞ্চম বর্ষে পড়ালেখা করে আসছে। মনিরা রোজার ছুটি কাটাতে ৮/৯ পুর্বে নিজ বাড়িতে আসে। শুক্রবার গভীর রাতে সে যুবকে পরিনত হবে মর্মে স্বপ্ন দেখে। যেমন দেখা তেমন ফল। পর দিন থেকে সে তার নারী শরীরের সব ব্যাপার পরিবর্তন লক্ষ্য করতে থাকে। পুর্ণাঙ্গ পরিবর্তন নিশ্চিত হয়ে মনিরা নিজের নাম বদলে অভি নাম নিয়েছে। সেই সঙ্গে চুল ছেঁটে প্যান্ট-শার্ট পরিধান শুরু করেছে। সোমবার ঘটনাটি ফাঁস হয়ে যায়। সরেজমিন সে সাংবাদিকদের নিজের বর্তমান ছবি তুলতে দিতে রাজী না হলেও যুবতী থেকে যুবকে পরিনত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। মনিরা (অভি)’র মা মেরিনা বেগমও ঘটনা সত্য বলে জানিয়েছেন। নারী থেকে পুরুষে রুপান্তর হওয়ায় সে বেজায় খুশি। পুরুষ জীবন যাপনে সে মহান আল্লাহর অশেষ রহমত কামনা করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। অভিকে দেখার জন্য প্রতিদিন হাজারো মানুষ তার বাড়িতে ভীড় জমাচ্ছে।
সংবাদ শিরোনাম
যুবতী মনিরা এখন যুবক অভি
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬
- ২৮৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ