কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী মোট ১২২২ জন। উপজেলায় মাদ্রাসাসহ ৩টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাটখাল উচ্চ বিদ্যালয় ও মহিষারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এছাড়াও ভেন্যু কেন্দ্র রয়েছে মরহুম হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়।
মহিসেরকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ২৬৩ জন, অনুপস্থিত ১২ জন। মরহুম হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মোট ৩০৩ জন ও তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৮২ জন, অনুপস্থিত ৪ জন।
সকাল ১০টায় নির্ধারিত সময়ে প্রথমে দিনে বাংলা পরীক্ষা শুরু হয়। ৩ ঘন্টার পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কড়া নিরাপত্তা ছিল প্রতিটি হল রুমে। প্রতিটি হলে দায়িত্বরত শিক্ষকগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি আশা করছেন, বাকি অন্যান্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান প্রমুখ।