ইটনায় নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা বোর্ডের অধিনে কিশোরগঞ্জের ইটনায় কঠোর নিরাপত্তায় বলয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় শুরু প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলায় পৃথক ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৩৫১ জন। এর মধ্যে এসএসসি ১০৫১, দাখিল ২৪৫ ও ভোকেশনাল ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।

সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা কিশোর কুমার দাস সদরের মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতন, বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরপুর ডিডি মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন এবারের পরীক্ষা অত্যন্ত সুন্দর, শান্তি পুর্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা প্রদান করে।পাশাপাশি ছাত্র-ছাত্রীর অভিবাবক গন নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে প্রশাসন কে সহযোগীতা করায় ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মহিবুর রহমান, মহেশ চন্দ্র সরকারী মডেল শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক পান্না লাল বাবু, রাজেন্দ্র আশালতা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু রায়, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রাণী পাল প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর