ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নিয়ম মেনে অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করতে পারলেও বাইক চলতে পারবে না।

বুধবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সেতুতে পুনরায় মোটরসাইকেল চালানোর অনুমতি দিতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল বাইকাররা। যেকোনো শর্ত মেনে সেতুতে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে চান। ঈদের আগে বাইক নিয়ে স্বপ্নের সেতু পাড়ি দিতে পারবেন বলে আশা করলেও তাদের স্বপ্ন পূরণে আরও অপেক্ষা করতে হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে না। তবে নিয়ম মেনে মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিকল্প হিসেবে মাওয়া ফেরিঘাটে ফেরির ব্যবস্থা রাখা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর