মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার জয়পাশা শহীদ মফিজ সরকার প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন ।
শুক্রবার (১৭ ই-মার্চ) সকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রীনা রাণী দত্তের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জুয়েলের পরিচালনায় আলোচনা সভা, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ তারিক সালাউদ্দীন, দৈনিক ভোরের দর্পনের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুল, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।