জাহাঙ্গীরপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, ক্ষিতীশ চন্দ্র বৈশ্য স্বর্ণ পদক প্রদান, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।

বুধবার (১৫ ই ফ্রেব্রুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে ক্ষিতীশ চন্দ্র বৈশ্য স্বর্ণ পদক প্রদান করা হয়। পরে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক, সবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস আহমদ ও শিক্ষানুরাগী এম এ ওয়াহেদ।
আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ সহ শিক্ষক বৃন্দ, অভিভাবকগণ, ছাত্র-ছাত্রীরা, মদন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আল-আমীন তালুকদার, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন তালুকদার এবং এ এস আই জামিল আহমদ সহ পুলিশ প্রশাসনের লোকজন।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর