অত্যাবশ্যকীয় ছাড়া বাকি প্রকল্প আপাতত বন্ধ রেখে অর্থনীতি সচল রাখা হচ্ছে: প্রধানমন্ত্রী

অত্যাবশ্যকীয় ছাড়া বাকি প্রকল্প আপাতত বন্ধ রেখে অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, উন্নয়ন কাজ যাতে ব্যহত না হয় সেদিকেও খেয়াল রাখছে সরকার।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। বলেন, তিনটি ক্যাটাগরিতে উন্নয়ন কাজকে এগিয়ে নিতে গুরুত্ব দেয়া হচ্ছে। চলমান বিশ্ব পরিস্থিতিতে এভাবেই অর্থনীতিকে গতিশীল রাখছে সরকার।

সরকার প্রধান আরও জানান, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে কর আদায়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। করের হার নয়, করদাতার সংখ্যা বৃদ্ধি করতে হবে। কর আদায়ে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করলে কর ফাঁকি দেয়ার প্রবণতা কমে আসবে বলেও জানান তিনি।

হয়রানি কমিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে করদাতার সংখ্যা বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর