ঈদে তিনজন জনপ্রিয় নায়কের সঙ্গে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণকে। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়। ঈদের তিনটি বিশেষ নাটকে দেখা যাবে এই সুঅভিনেত্রীকে। ঈদের অনুষ্ঠানমালায় নিপুণ ছোট পর্দায় আসবেন জাহিদ হাসানের সঙ্গে ‘ফরমালিন অ্যাকশন’-এর ৬টি পর্বে, মোশাররফ করিমের সঙ্গে ‘ভিলেন হতে চাই’ এবং সজলের সঙ্গে ‘বউ শাশুড়ি জিন্দাবাদ’। নিপুণ বলেন, তিনটি কাজই শেষ করলাম বেশ মজা করে। কারণ, প্রতিটি নাটকের গল্প খুবই মজার। ঈদের আনন্দকে পরিপূর্ণ করার জন্য নাটকগুলো যথেষ্ট ভূমিকা রাখবে। নিপুণ বলেন, এই তিনটি নাটক ছাড়াও ঈদের বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে আমাকে। বলতে পারেন, এবারের ঈদে ছোট পর্দাজুড়ে আমি থাকছি। বড় পর্দার ব্যস্ততা প্রসঙ্গে নিপুণ বলেন, বর্তমানে কাজ করছি তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবির। তৌকীর ভাই যে এত ভাল পরিচালক এটা আমি জানতেই পারতাম না, যদি এ ছবিটা না করতাম। এ ছাড়া কাজ করছি জি সরকারের ‘ভালবাসা ২০১৪’, শান্তি চৌধুরীর ‘মায়ানগর’, ওয়াকিল আহমেদের ‘লাভ ইন কোরিয়া’ ইত্যাদি ছবিতে। নিপুণ বলেন, কলকাতায় ‘পরিচয়’ নামে একটি ছবিতে অভিনয় করছি। মোটকথা আমি কাজ করছি, ভাল কিছু করছি। ছোট পর্দা বড় পর্দা নিয়ে ভাবছি না।
সংবাদ শিরোনাম
ঈদে তিন নায়কের সঙ্গে নিপুণ
- Reporter Name
- আপডেট টাইম : ০৫:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০১৫
- ৩৯১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ