ডিআরইউ’র নেতৃত্বে নোমানী-সোহেল

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আহসান সোহেল।

বুধবার (৩০ নভেম্বর)  সন্ধ্যা ৬টার এই ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবু তাহের, এমএ আজিজ, ড. রেজওয়ান সিদ্দিকী।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হলেন–সহ সভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আজমদ।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন–মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ,  এস এম মোস্তাফিজুর রহমান (সুমন), মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।

এর আগে সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সাংবাদিকদের পদচারণায় দিনভর মুখর ছিল পুরো সেগুনবাগিচা এলাকা। এ বছর এক হাজার ৪৫৭ জন সদস্য ভোট প্রদান করেছেন।

ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নঈমুদ্দীন। বাকি ২০ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৩ জন।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর