‘বিরল সতর্কতা’ জারি, জাপানে ধেয়ে আসছে মহাপ্রলয়ংকারী ঘুর্ণিঝড়

হাওর বার্তা ডেস্কঃ জাপানের দিকে ধেয়ে আসছে মহাপ্রলয়ংকারী ঘুর্ণিঝড় নানমাদোল।

 রোববার স্থানীয় সময় রাতে নানমাদোল নামে ঘুর্ণিঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে জাপানের গণমাধ্যমগুলো।

জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘুর্ণিঝড়কে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ দিকে থাকা ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে৷

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়ছে এটি একটি অত্যন্ত শক্তিশালী ঘুর্ণিঝড় এবং এটি স্থলে আঘাত হানার সময় ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে৷

তারা কাগোসিমা অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে৷ সেখানেই এটি প্রথমে আঘাত হানবে। এরপর এটি জাপানের মূল ভূখন্ডের দিকে যাবে৷

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘুর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছাস, বাতাস, অত্যাধিক বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

শনিবার ঘুর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ২৭০ কি.মি৷ এটি দুর্বল হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি৷

সূত্র: জাপান টাইমস, দ্য গার্ডিয়ান

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর