লক্ষ্ণৌতে দেয়াল ধসে নিহত ৯

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ভারী বর্ষণে দেয়াল ধসে কমপক্ষে নয় জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময়  বুধবার ( ১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার আইন পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ক্যাম্পের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। প্রবল রাতারাতি বৃষ্টির কারণে আর্মি ক্যাম্পের সীমানা প্রাচীর ধসে পড়েছে। রাত ৩টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

গত ২৪ ঘণ্টায় লক্ষ্ণৌতে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর মাসে গড়ে লক্ষ্ণৌতে ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর