ইউক্রেন যুদ্ধে ইন্ধন, ১২০০ জনের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে ইন্ধনদাতা হিসেবে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইইউ বুধবার নতুন করে আরও অনেককে এ কালো তালিকাভুক্ত করেছে। ইউক্রেনের স্বাধীনতা বিরোধী এবং রাশিয়াকে যুদ্ধে ইন্ধনদাতারা এ তালিকায় আছেন। খবর আনাদোলুর।

তালিকাভুক্ত ব্যক্তিরা আগামী ৬ মাস ইউরোপের কোনও দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া, তাদের যত সম্পদ আছে ইইউভুক্ত দেশগুলোতে, তা বাজেয়াপ্ত করা হবে।

বুধবার এক বিবৃতিতে ইইউ জানায়, ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত অভিযুক্ত ১ হাজার ২০৬ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে ইইউ এ নিষেধাজ্ঞা আরোপ শুরু করে।

বর্তমানে এ নিষেধাজ্ঞার পরিধি বেড়ে ১ হাজার ২০৬ জন কলো তালিকাভুক্ত হয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর