আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ আজারবাইজান এবং আর্মেনিয়া তাদের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, আজারবাইজানের সংবাদ সংস্থা ট্রেন্ড মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আজারবাইজানীয় সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়ার পর স্থানীয় সময় সকাল ৯টা থেকে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও আর্মেনিয়া ইতিমধ্যে চুক্তি লঙ্ঘন করেছে, তবে সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রাতে জানিয়েছে যে আর্মেনিয়ান সশস্ত্র বাহিনী দুই দেশের সীমান্তে আজারবাইজানীয় সেনা ইউনিট মোতায়েন এবং সরবরাহ রুটের মধ্যেকার এলাকাগুলোতে বড় আকারের নাশকতা পরিচালনা করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবিলম্বে নাশকতাকে ব্যর্থ করার জন্য আজারবাইজানীয় সামরিক বাহিনী জরুরি ব্যবস্থা গ্রহণের পরে একটি সংঘর্ষ হয়। আজারবাইজানের মতে, সশস্ত্র সংঘাত সম্প্রসারণ থেকে দৃঢ়ভাবে প্রতিরোধ করার জন্য প্রতিক্রিয়া ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্র: তাস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর