তিমির সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি, নিহত ৫

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে একটি তিমির সঙ্গে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী প্রাণ হারান।

শনিবার সকালে স্থানীয় পুলিশ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে উপকূলে একা মাছ ধরতে থাকা স্থানীয় এক ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভালো ছিল এবং সমুদ্র শান্ত ছিল।

জানা গেছে, একটি তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আরো জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘণ্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।

কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর