চীনে ৬.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ২১ জনের মৃত্যু

হাওর বার্তা ডেস্কঃ চীনের চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ সিচুয়ানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

সোমবারের (৫ সেপ্টেম্বর) এ ভূমিকম্পে সিচুয়ানের মূল শহর চেংদুসহ বেশ কয়েকটি শহরের রাস্তা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছেন, ভূমিকম্পের কারণে শহরগুলোয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, চেংদু থেকে প্রায় ২২৬ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে পাহাড় ঘেরা শহর লুডিংয়ে। ভূমিকম্পের কেন্দ্রের ৫০ কিলোমিটারের (৩১ মাইল) মধ্যে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

খবরে বলা হয়, ভূমিকম্পের কারণে লুডিংয়ের কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পটি ইউনান, শানসি ও গুইঝো প্রদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর