নতুন প্রধানমন্ত্রীর অধীনে খারাপ হতে পারে রাশিয়া-যুক্তরাজ্য সম্পর্ক

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী যেই হোক না কেন এতে রাশিয়া-যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই।

রাশিয়ার মতে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনটি ছিল ‘রাশিয়া বিরোধী কার্যক্রমে ভরপুর।’

সোমবারই জানা যাবে লিজ ট্রাস নাকি ঋসি সুনাক হবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন এবং তার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালা হবে কি না? এমন প্রশ্নের জবাবে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, আমি মনে করি না আমরা ইতিবাচক কোনো কিছুর আশা করতে পারি।

তিনি আরও বলেন, আমি বলতে চাই না সম্পর্ক খারাপ হবে, কারণ খারাপ কিছু হবে চিন্তা করাই কঠিন।

তাকে জিজ্ঞেস করা হয় লিজ ট্রাস এবং ঋসি সুনাকের মধ্যে যে নতুন প্রধানমন্ত্রী হবেন তাকে কি প্রেসিডেন্ট পুতিন শুভেচ্ছা জানাবেন কি না।

এমন প্রশ্নের জবাবে দিমিত্রিপেসকোভ বলেন, অপেক্ষা করা যাক আর দেখা যাক কে নতুন প্রধানমন্ত্রী হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর