হাঙ্গেরিতে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ করবে রাশিয়া

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার পারমাণবিক শক্তি জায়ান্ট রোসাটম আগামী সপ্তাহে হাঙ্গেরিতে দুটি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণ শুরু করবে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তোর বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই পারমাণবিক প্ল্যান্ট সম্প্রসারণ করা হচ্ছে।

ইউক্রেন আগ্রাসনের জন্য ইইউয়ের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার পারমাণবিক শিল্প পড়েনি।

রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও হাঙ্গেরি শর্তহীনভাবে সমর্থন জানায়নি।

হাঙ্গেরি মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশই ও প্ল্যান্ট থেকে মেটানো হয়। নতুন নির্মিতব্য চুল্লি দুটি ২০৩০ সালের মধ্যে উৎপাদনে সক্ষম হবে বলে পিটার সিজ্জার্তো এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।

Shares
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর