হাফ ভাড়ার আশ্বাসে আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

হাওর বার্তা ডেস্কঃ হাফ ভাড়ার দাবিতে রাজধানীর বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা আশ্বাস পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নিলে বনানী-গুলশান সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুমে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের উপস্থিতিতে বৈঠকে শিক্ষক ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর, বাসের প্রতিনিধি, শিক্ষার্থী মুজাহিদ হাসানের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৈঠকে মালিকপক্ষ হাফ ভাড়া নেওয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

এর আগে দুপুর ১২টার দিকে বনানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবি, গুলশান-বনানী-নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোতে বাস কর্তৃপক্ষ এখনো হাফ পাস নিচ্ছে না। প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী যাতায়াত করে।

তারা জানান, আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাস কর্তৃপক্ষ। তাই হাফ পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর কাকলী মোড় সংলগ্ন, বনানী পোস্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর