জোয়ারে বসতভিটা নদীতে বিলীন

 

 হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের তাণ্ডবে রাবনাবাদ পাড়ের ছয়টি পরিবারের ঘরসহ বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। রোববার দুপুরে অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে রাবনাবাদ পাড়ের চান্দুপাড়ার ব্যুরোজালিয়ায় এ ভাঙন দেখা দেয়।
এতে শহিদ হাওলাদার, সুলতান সিকদার, জাহাঙ্গীর সিকদার, খালেক সিকদার, জাকির হোসেন ও ফিরোজ তালুকদারের বসতভিটা নদীতে ভেসে যায়।
পূর্ণিমার প্রভাবে গত পাঁচদিন ধরে প্রতি ২৪ ঘণ্টায় দুই দফা জোয়ারে প্লাবিত হয় লালুয়াসহ তিন ইউপির ১৭ গ্রাম। জলোচ্ছ্বাসে হানা দেয়ার পাশাপাশি তীব্র ভাঙন শুরু হয়েছে রাবনাবাদ পাড়ে। ভাঙনের কবলের মুখে পরিবারগুলো উদ্বিগ্ন রয়েছেন। তাদের রাত কাটে বিনিদ্র। শত শত পরিবার পুরোনো বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন।

ফিরোজ তালুকদার জানান, জোয়ারের সময় অধিকাংশ মানুষ ঘরে থাকতে পারেন না। রান্না খাওয়া পর্যন্ত বন্ধ থাকে।

কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, লালুয়ার ভাঙনের কবলে থাকা মানুষের জন্য শুকনো খাদ্য বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। তারপরও অগণিত পর্যটকের বিচরণ রয়েছে কুয়াকাটায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর