ইউক্রেনে পশ্চিমাদের উস্কানি পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে: রাশিয়া

হাওর বার্তা ডেস্কঃ একজন রাশিয়ান কূটনীতিক জাতিসংঘকে বলেছেন যে, ইউক্রেনের সংঘাতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না, তবে সেখানে ন্যাটো দেশগুলির ‘সরাসরি আগ্রাসনের’ প্রতিক্রিয়া হিসাবে মস্কো তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে।

জাতিসংঘ আয়োজিত একটি পারমাণবিক অপ্রসারণ সম্মেলনে, রাশিয়ার প্রতিনীধি আলেকজান্ডার ট্রোফিমভ বলেছিলেন যে, মস্কো কেবলমাত্র গণবিধ্বংসী অস্ত্র বা একটি প্রচলিত অস্ত্র আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যা রাশিয়ান রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে।

 রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপ্রসারণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের একজন সিনিয়র কূটনীতিক ট্রফিমভ, পরমাণু অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তি পর্যালোচনা করতে জাতিসংঘের সম্মেলনে বলেছেন, ‘এই দুটি অনুমানমূলক পরিস্থিতির কোনোটিই ইউক্রেনের পরিস্থিতির সাথে প্রাসঙ্গিক নয়।’

রাশিয়া ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার সময় এই মন্তব্য এসেছে। সূত্র: দ্য টেলিগ্রাফ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর