ডাইনোসরের কঙ্কাল: নিলামে ৬০ লাখ ডলারে বিক্রি

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীতে ৭৭ মিলিয়ন বছর আগে বিচরণ ছিল গর্গসরাস ডাইনোসরের। সেই ডাইনোসরের কঙ্কাল রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। বিবিসি জানিয়েছে, ৬০ লাখ ডলারে গতকাল নিউ ইয়র্কের একটি নিলামে বিক্রি হয়েছে সেটি।

বিক্রি হওয়া ডাইনোসরের কঙ্কালটি ২২ ফুট লম্বা এবং উচ্চতায় ১০ ফুট।

নিলামকারী সংস্থাটি জানিয়েছে, পৃথিবীতে আজ অবধি নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ডাইনোসরের কঙ্কালের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছে এটি। গর্গসরাসের কঙ্কালের মধ্যেও নতুন রেকর্ড তৈরি করল এটি।

গর্গসরাস প্রজাতির প্রাপ্তবয়স্ক একটি ডাইনোসরের ওজন হতো প্রায় ২ টন। যদিও টি-রেক্সের তুলনায় সামান্য ছোট হতো এদের চেহারা। এই কঙ্কালটি আবিষ্কার করা হয়েছিল ২০১৮ সালে। যুক্তরাষ্ট্রের মন্টানা থেকে পাওয়া গিয়েছিল এটি।

নিলাম সংস্থা আরো জানিয়েছে, গর্গসরাসের এই কঙ্কালটির কোনো নাম ছিল না। ফলে যিনি রেকর্ড দামে কঙ্কালটি কিনেছেন, তিনি এটির নামকরণের সুযোগ পাবেন।
সূত্র: বিবিসি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর