তুরস্কের মধ্যস্ততায় রুশ-ইউক্রেন-জাতিসংঘের বৈঠকে যে আলোচনা হলো

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য রফতানিতে রাশিয়ার সাথে চুক্তি হলে কেবল দু’দেশই নয়, বরং লাভবান হবে পুরো বিশ্ব। বুধবার (১৪ জুলাই) নিউইয়র্কে এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

দু’দেশের মধ্যে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান জাতিসংঘ মহাসচিব। আগামী সপ্তাহে চূড়ান্ত কোনো চুক্তি হতে পারে বলে আশাবাদ জানান তিনি। আলোচনার উদ্যোগের প্রশংসা করে মস্কো-কিয়েভ দু’পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান গুতেরেস।
 এর আগে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার দাবি করেন, প্রাথমিকভাবে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। বুধবার তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের কূটনীতিকরা। ছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কৃষ্ণ সাগর থেকে রফতানির পথ বন্ধ করে দেয়া হয়। ২ কোটি টনের বেশি শস্য আটকে আছে ওডেসা বন্দরে। যার কারণে বিশ্ববাজারে তৈরি হয়েছে খাদ্যপণ্যের সঙ্কট, বেড়েছে দাম। সূত্র: ডয়চে ভেলে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর