যুক্তরাজ্যের ‘শক্তিশালী অস্ত্র’ ধ্বংস করার দাবি রাশিয়ার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, যুক্তরাজ্যের পাঠানো দুটি শক্তিশালী জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা।

রাশিয়ার দাবি, যুক্তরাজ্যের পাঠানো হারপুন মিসাইল ব্যবস্থা ওডেসাতে রেখেছিল ইউক্রেন।

হারপুন মিসাইল ব্যবস্থাটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্র। এটি অন্যতম শক্তিশালী অস্ত্র, যেটি ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা হিসেবে পাঠিয়েছে।

যুক্তরাজ্যের পাঠানো শক্তিশালী অস্ত্র ধ্বংস করে দেওয়ার পর সাংবাদিকদের রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, তাদের যে (সামরিক) শক্তি আছে, সেটির খুব ছোট একটি অংশই এখন পর্যন্ত ইউক্রেনে ব্যবহার করেছে রাশিয়া।

এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের পাঠানো দুটি হিমারস মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল রাশিয়া।

কিন্তু পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, হিমারস ধ্বংস করার যে দাবি রাশিয়া করেছে, সেটি মিথ্যা।

তবে রাশিয়ার ধ্বংস করার দাবি এবং রাশিয়ার দাবিকে মিথ্যা বলার বিষয়টি যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর