ইউক্রেন থেকে শস্য রফতানির উপায় বের করছে তুরস্ক

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী চরম খাদ্যপণ্য সংকটের মধ্যে ইউক্রেন থেকে শষ্য রফতানির উপায় বের করছে তুরস্ক।

 এ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করে দ্রুত একটা সমাধানে পোঁছাতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান মঙ্গলবার এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো থেকে করিডোরের মাধ্যমে খাদ্যশস্য বের করে আনার বিষয়ে আলোচনা চলছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর