পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর চালু হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান ইত্তেফাককে বলেন, অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলাবাসী বিশেষ করে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ বিনা মূল্যে হাতের নাগালেই সার্জিক্যাল সেবা পাবে। হাসপাতালের আউটডোর স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি অপারেশন থিয়েটারের কার্যক্রম চলমান থাকবে। গাইনোকোলজিক্যাল (সন্তান প্রসব) অপারেশন করার পাশাপাশি অর্থোপেডিক বিভাগের ছোটখাটো অপারেশন করা হবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর