হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর চালু হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১১ সালে আধুনিক যন্ত্রপাতি দিয়ে অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও সার্জন, অ্যানেসথেসিস্ট ও জেনারেটর না থাকায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু করা যায়নি। হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুযায়ী লোকবল ও অবকাঠামো সুবিধা বাড়ানো হয়নি। প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা না পেয়ে রোগীদের হাসপাতালের সামনে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক কিংবা জেলা সদর হাসপাতালগুলোতে দৌড়াতে হচ্ছিল। এখন অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলার সাধারণ মানুষ উপকৃত হবেন।
জানা যায়, সম্প্রতি হাসপাতালের সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এর পর সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য আধুনিক জেনারেটর, নতুন ডেলটা চেয়ার, এক্সরে মেশিন সংযুক্ত হয়। এছাড়াও আধুনিক কেবিন একটি, এসি কেবিন একটি, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি এসি কেবিনের কাজ চলমান রয়েছে। এছাড়াও শিশুদের জন্য আইএমসি র্কনার, এনসিডি কর্নার, মায়েদের জন্য এএনসি কর্নার, জরায়ু মুখের ক্যানসার পরীক্ষার জন্য চালু হয়েছে ভায়া কর্নার। নতুন সার্জন ও অ্যানেসথেসিস্ট যোগদান করায় উন্মুক্ত হয় অপারেশন থিয়েটার চালু করাও সম্ভব হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান ইত্তেফাককে বলেন, অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলাবাসী বিশেষ করে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ বিনা মূল্যে হাতের নাগালেই সার্জিক্যাল সেবা পাবে। হাসপাতালের আউটডোর স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি অপারেশন থিয়েটারের কার্যক্রম চলমান থাকবে। গাইনোকোলজিক্যাল (সন্তান প্রসব) অপারেশন করার পাশাপাশি অর্থোপেডিক বিভাগের ছোটখাটো অপারেশন করা হবে বলেও তিনি জানান।