রুশ হামলা থেকে বাঁচতে সাইকেলে ৭০ কি.মি. পাড়ি দিলেন আরিফ

হাওর বার্তা ডেস্কঃ আরিফ বাগিরোভ নামে একজন ইউক্রেনীয় জানিয়েছেন, তিনি সাইকেলে করে দোনবাসের সেভেরোদোনেৎস্ক থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাখমুতে নিরাপদ স্থানে পৌঁছেছেন। খবর বিবিসির।

এই পথ পাড়ি দেওয়ার সময় রাশিয়ার গোলাবর্ষণ এবং যুদ্ধবিমানের হামলার মুখে পড়েছিলেন ৪৫ বছর বয়সী আরিফ। কিন্তু সেগুলো পাশ কাটিয়ে নিজের কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে সমর্থ হন।

সেখানে অনেক গোলাবর্ষণ হচ্ছিল, আমার কাছাকাছি দুটি বিমান হামলা হয়, সাইকেলে করে ৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার বর্ণনায় বলেন এ ইউক্রেনীয়।

ব্লগার ও সম্পাদক আরিফ জানান, তিনি জানতেন যদি একটি গোলা কাছাকাছি স্থানে আঘাত হানত তাহলে সেখানে আর গোলা ছুঁড়ত না রুশ সেনারা। এই কৌশল ব্যবহার করে তিনি অক্ষত অবস্থায় বাখমুতে পৌঁছান।

আরিফ বলেন, রাস্তায় অনেক গর্ত ছিল। সেখানে যা ছিল এমনকি গাড়ি তার সবই ধ্বংস হয়ে গিয়েছিল এবং সব জায়গায় ধ্বংসস্তুপ পড়ে ছিল। এটি ছিল সম্মুখ ভাগের রাস্তা। তবে ভালো যে সেখানে কোনো মৃতদেহ ছিল না। তবে আপনি বলতে পারেন সেখানে মানুষ মারা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর