সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

হাওর বার্তা ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি সোমবার (২৩ মে) ওমান সফরে যাবেন। শনিবার (২১ মে) ওমানের বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

 ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে।

ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠকের কথা রয়েছে। সেখানে তিনি দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রবাসী ইরানীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওমান সফরের সময় প্রেসিডেন্ট রাইসি বেশকিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে বলে আশা করা হচ্ছে।

সুলতান কাবুস বিন সাঈদ আল-সাঈদের মৃত্যুর পর ২০২০ সালের জানুয়ারি মাসে হাইথাম বিন তারিক আল সাঈদ ওমানের সুলতান নিযুক্ত হন। গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম ওমান সফর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর