আজভস্টালের আত্মসমর্পণকারীদের বাঁচার অধিকার নেই: রুশ সংসদ সদস্য

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল পূর্ণ দখল করে নিয়েছে রাশিয়া। সেখানকার আজভস্টাল ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া আড়াই শতাধিক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। তাদের রাশিয়ায় নিয়ে গেছে রুশ বাহিনী।

তাদের বিষয়ে মঙ্গলবার রাশিয়ার সংসদ সদস্য লিওনিদ স্লাতস্কি বলেছেন, আত্মসমর্পণকারী ইউক্রেনের এসব সেনার বেঁচে থাকার অধিকার নেই। তাদের মেরে ফেলা উচিত।

এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী ‘আজভ’ মিলিশিয়া যাদের রাশিয়া ‘নাৎসিবাদী’ হিসেবে উল্লেখ করেছে।

তবে মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করা।

রুশ সংসদ সদস্য বলেন, রাশিয়া যদিও মৃত্যুদণ্ডের আইন সাময়িকভাবে স্থগিত রেখেছে; কিন্তু আজভ মিলিশিয়াদের হত্যা করার জন্য মৃত্যুদণ্ড আইনটি পুনর্বহাল করা উচিত।

স্লাতস্কি বলেন, ইউক্রেনের সেনারা মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধ করেছে এবং আমাদের যুদ্ধবন্দিদের সঙ্গে যে পাশবিক আচরণ করেছে, তাতে তাদের বাঁচিয়ে রাখার কোনো অর্থ হয় না।

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এ ঘটনায় প্রয় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।

সূত্র: আলজাজিরা, আল-আরাবিয়া

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর