নিউ ইয়র্কে সুপারমার্কেটে গুলি, ঝরল ১০ প্রাণ

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গুলিতে অন্তত ১০ জনের প্রাণ গেছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বাফেলো শহরের এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৮ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানান, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া এ ঘটনাটিকে জঘন্যতম আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের বাইরের কারো কাছ থেকে জাতিগতভাবে ঘৃণ্য বিদ্ধেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

পুলিশ বলেছে, সন্দেহভাজন ওই যুবক শনিবার ব্যস্ত সুপারমার্কেটে প্রবেশ করে। গুলি চালানোর আগে সে হামলার ঘটনাটি সরাসরি দেখানোর জন্য একটি ক্যামেরা ব্যবহার করে।

হামলার সময়ে হেলমেট পরেছিল ওই যুবক। উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করেছে সে।
সূত্র: বিবিসি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর