ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ বর্বরতা: পেলোসি

 হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ শুধু বর্বরতার কাজ নয়, এটি কাপুরুষতার কাজ।

মঙ্গলবার পেলোসি হোয়াইট হাউসে ইউক্রেনের জন্য নতুন সাহায্য প্রস্তাবের ভোটের আগে তার বক্তৃতায় এসব কথা বলেন।

পেলোসি বলেন, একজন কাপুরুষ ছাড়া আর কে এমন কাজ করতে পারবে? একটি প্রসূতি সেবার হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, একজন কাপুরুষ ছাড়া আর কে শিশু বা তাদের পিতা-মাতার সামনে ছেলে-মেয়েদের ধর্ষণের নিষ্ঠুরতা দেখবে। কাপুরুষ ছাড়া আর কে এই শিশুদের ট্রেনে স্তূপ করে রাশিয়ায় নিয়ে যাবে?

তিনি আরও বলেন, পুতিনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পেয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।  যখন পুতিন যা কিছু সিদ্ধান্ত নেন নিষ্ঠুর এবং কাপুরুষের মত সিদ্ধান্ত নেন।। এটা গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের লড়াই।  গণতন্ত্র অবশ্যই জয়ী হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর