ইউক্রেনের ইস্পাত কারখানা থেকে আরও ১৭০ জন উদ্ধার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানার থেকে আরও ১৭০ জন বেসামরিক লোককে রোববার উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের ইউক্রেনবিষয়ক মানবাধিকার সমন্বয়কারী ওসনাত লুর্বানি এ কথা জানিয়েছেন। খবর আনাদোলুর।

এনিয়ে গত ১০ দিনে ইস্পাত কারখানাটি থেকে ৬ শতাধিক বেসামরিক লোককে জাতিসংঘের তত্ত্বাবধানে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা এসব লোকজনকে মারিওপোল থেকে ২২০ কিলোমিটার দূরে সীমান্ত শহর জাপরিজঝিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে আজভস্তাল ইস্পাত কারখানার যোদ্ধারা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ না করার সংকল্প নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

রাশিয়া কয়েকসপ্তাহ ধরে এলাকাটি ঘিরে রেখেছে এবং কারখানার ভেতরে থাকা যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে বলে দাবি জানিয়েছে।

মারিওপোলের পূর্ণ দখল করায়ত্ব করার চেষ্টায় নামা মস্কো বাহিনীর সঙ্গে সেখানকার শেষ ঘাঁটি এই আজভস্তাল কারখানা এলাকায় ইউক্রেইনীয় যোদ্ধাদের রক্তাক্ত লড়াই চলছে।

মারিওপোলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় থাকা মুষ্টিমেয় কিছু ইউক্রেইনীয় যোদ্ধা। তাদের সঙ্গে লড়াইয়ে জয়ী হলেই রাশিয়া পুরোপুরি মারিউপোল দখলে নেওয়ার দাবি করতে পারবে।

কিন্তু আজভস্তাল কারখানার যোদ্ধারা এখনও নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়ায় অটল রয়েছে। আজভ রেজিমেন্টের উপ-কমান্ডার বলেছেন, রুশ দখলদারদের হটিয়ে দিতে আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা লড়ে যাব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর