,

image-40347-1651305605

পশ্চিম আফ্রিকা সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সপ্তাহান্তে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ সফর করবেন। সফর চলাকালে আফ্রিকা মহাদেশের ওপর রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাব তুলে ধরবেন তিনি।

শুক্রবার জাতিসংঘ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন সফরের পর গুতেরেসের ১ ও ২ মে শনিবার সন্ধ্যায় সেনেগালে পৌঁছানোর কথা রয়েছে।

৩ ও ৪ মে নাইজেরিয়ায় তার সফর শেষ করার আগে তিনি ৩ মে পর্যন্ত নাইজার সফর করবেন।

প্রাত্যহিক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, সেনেগালে তিনি প্রেসিডেন্ট ম্যাকি সলের সাথে পবিত্র রমজান মাসের এক ইফতার মাহফিলে অংশ নেবেন। তিনি বর্তমানে আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন।

তার সফরকালে গুতেরেস নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজোম এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সাথেও আলোচনা করবেন।

মুখপাত্র জানান, তিনটি দেশের সবক’টিতে জাতিসংঘ প্রধান সিভিল সোসাইটির প্রতিনিধি ও ধর্র্মীয় নেতাদের সাথে সাক্ষাত করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর